Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৯০ জন

অক্টোবর মাসে রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৯১ জন

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৮৮ জনে। যার মধ্যে অক্টোবর মাসে রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৪৯১ জন।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত এ বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৮৭ জন। যার মধ্যে অক্টোবর মাসে মারা গেছেন ১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। 

নতুন ১৭৯ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬১ জনে।

ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭০৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫৮ জন।

   

About

Popular Links

x