Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬২

গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের সঙ্গে ১৪৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৩:৩৯ পিএম

রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৬ গ্রাম ৫৪০ পুরিয়া হেরোইন, ১৩৫ বোতল ফেন্সিডিল, ১৯২ ক্যান বিয়ার, ১.৫ লিটার দেশী মদ, ২৪ টি ইনজেকশন ও ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি'র ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, "শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১৯ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানী জুড়ে পুলিশ অভিযান পরিচালনা করে।"

তিনি আরও বলেন, "আমরা ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখব।" 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।


   

About

Popular Links

x