Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড: একদিনে আক্রান্ত আরও ৩০৫

বৃহস্পতিবারের তুলনায় করোনাভাইরাসে সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়েছে

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৭:৫৬ পিএম

দেশে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।

অন্যদিকে, একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৮৫৪ জন।

শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন আক্রান্ত ৩০৫ জনের মধ্যে ২১২ জনই রাজধানীর। অন্যদিকে, নিহতদের মধ্যে তিনজন ঢাকার। 

এর আগে, বৃহস্পতিবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২৯৪ জন এবং ৬ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২৭১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

বিশ্বে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী মারা গেছেন ৪৯ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ।

About

Popular Links