Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ১৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা গত দেড় বছরে সর্বনিম্ন

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৫:১২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে।

২৪ ঘণ্টায় ১৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা গত দেড় বছরে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ১২ এপ্রিল ১৩৯ জন শনাক্ত হয়েছিল।  

নতুন ১৬৬ জনসহ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে। 

শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ২৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.২৫%।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ২ জন। এর মধ্যে ঢাকায় ৪, চট্টগ্রামে ২, খুলনায় ১ ও সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।

   

About

Popular Links

x