Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১২ জেলে

এদের মধ্যে ৯ জেলের অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০৩:৪২ পিএম

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পর কুতুবদিয়ার ঘাটের কাছাকাছি এলাকায় ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১২ জেলে দগ্ধ হয়েছে। 

শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি পৌঁছুনোর পর ট্রলারটিতে থাকা গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ হয়। এরমধ্যে ৯ জেলেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। তবে ট্রলারটি আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে একটি ট্রলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি আসলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখানে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উক্ত ট্রলারে থাকা জেলেরা দিগ্বিদিক ছোটাছুটি করে পানিতে ঝাঁপ দেয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে চমেকের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

   

About

Popular Links

x