গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে উল্টে যাওয়া বাস ঢাকা ট্রিবিউন
রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০২:৩৫ পিএমআপডেট : ০১ নভেম্বর ২০২১, ০২:৩৫ পিএম
গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের সরাত জাহান কনা (২০)। তিনি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রীরা জানান, মহাসড়কে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় পৌঁছানোর পর সামনের অপর একটি বাসকে বেপরোয়া গতিতে ওভার টেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গাজীপুরে বাস উল্টে নিহত ২
আহত বাস যাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন
গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে বাস উল্টে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আহত হয়েছে। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন শ্রীপুর উপজেলার তালতলী গ্রামের সরাত জাহান কনা (২০)। তিনি গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসের অন্যান্য যাত্রীরা জানান, মহাসড়কে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় পৌঁছানোর পর সামনের অপর একটি বাসকে বেপরোয়া গতিতে ওভার টেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।