Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

উদয়ন স্কুলের সাবেক অধ্যক্ষ হালিমা কবির মারা গেছেন

হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী হালিমা কবির শিক্ষকতার পাশাপাশি একজন শিল্পী হিসেবেও সুপরিচিত ছিলেন

আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৩:৫৯ পিএম

রাজধানীর উদয়ন স্কুলের সাবেক অধ্যক্ষ হালিমা কবির মারা গেছেন। রেখা কবির নামে অধিক পরিচিত ছিলেন তিনি।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (২ নভেম্বর) লন্ডনে মারা যান তিনি। বুধবার (৩ নভেম্বর) হেন্ডন মসজিদে জানাজা শেষে মিল হিল কবরস্থানে দাফন করা হবে।

হালিমা কবির তৎকালীন ঢাকা ইংলিশ প্রিপারেটরি স্কুলের অধ্যক্ষ ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে উদয়ন স্কুল রাখা হয়। হলিক্রস কলেজের সাবেক শিক্ষার্থী হালিমা কবির শিক্ষকতার পাশাপাশি একজন শিল্পী হিসেবেও সুপরিচিত ছিলেন।

তিনি ছেলে জুনায়েদ কবির, মেয়ে নাদিয়া কবির, পুত্রবধূ অ্যান কবির, জামাতা রজার বারব, ছয় নাতি, দুই ভাই, পাঁচ বোনের পাশাপাশি অসংখ্য বন্ধু, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

   

About

Popular Links

x