Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

ট্রাক-কভার্ড ভ্যানের ধর্মঘট চলবে

ডিজেলচালিত গাড়িতে ২৭% ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বাস মালিক সমিতির নেতারা

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১:২১ পিএম

ডিজেলের বাড়তি দাম না কমানো হলে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকদের ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাক মালিক সমিতি।

রবিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলেন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব।

সংবাদ সম্মেলনে তারা তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো-

১. জ্বালানি তেলের (ডিজেল ও কেরোসিন) বর্ধিত মূল্য প্রতি লিটারে ১৫ টাকা প্রত্যাহার।

২. যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার।

৩. দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলো পণ্য পরিবহন যানের ওপর যে টোল নেয় তা বন্ধ করা।

উল্লিখিত দাবিগুলো না মানা হলে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইমমুভার-টেইলার, মিনিট্রাক, পিকআপ ভ্যানের চলমান কর্মবিরতি  অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোতালেব বলেন, ‘‘অযৌক্তিকভাবে সরকার ডিজেলের দাম বাড়িয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমাদেরকে ডেকে পাঠাবেন। এর পরে আমাদের সঙ্গে আলোচনা করবেন। এখন পর্যন্ত আমাদের কাছে এ বিষয়ে কোনো সংবাদ পৌঁছায়নি। এখনও আমাদের অফিসিয়ালি ডেকে পাঠানো হয়নি।’’

এর আগে, ডিজেলচালিত গাড়িতে ২৭% ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস মালিক সমিতির নেতারা।

About

Popular Links