Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

নাফ নদী থেকে ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে বিজিবি

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০২:০৩ পিএম

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের চেষ্টাকালে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ব্যর্থ করে ২ কোটি ১০ লাখ টাকা।

দমদমিয়া বিওপির কাছে নাফ নদী দিয়ে চোরাচালান হচ্ছে এমন খবর পেয়ে রবিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুইজনকে একটি ব্যাগ নিয়ে নদী পার হতে দেখা গেলে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ কর। এ সময় তারা ব্যাগটি নদীতে ফেলে দেয়।

এরপর তারা শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করে। পরে টহল দল ইয়াবাসহ ব্যাগটি উদ্ধার করে।

ওই দুই ব্যক্তির নাম মো. হাসান আবদুল্লাহ (৩৮) ও মো. ইউসুফ (২৮) বলে চিহ্নিত করেছে বিজিবি।

About

Popular Links