Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

পিরোজপুরে নির্বাচনী সহিংসতা: যুবলীগ নেতা গুলিবিদ্ধ

বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৬:২১ পিএম

পিরোজপুর সদর উপজেলার ৭ নম্বর শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্ল্যা আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শংকরপাশা ইউনিয়নে নৌকার প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের চাচাতো ভাই নজরুল ইসলাম মিলন মল্লিক জানান, শংকরপাশায় থাকা প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপনের বাড়িতে তার কর্মীরা ১৫-২০টি মোটরসাইকেল যোগে মিছিল করে ফিরছিল। রাত পৌনে ৮টার দিকে মল্লিকবাড়ি স্ট্যান্ডে থাকা  বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিন মাতুব্বরের কার্যালয়ে থেকে স্লোগান দিতে থাকে। এ সময়ে একটি ইটের টুকরা নিক্ষেপ করা হয়। 

তিনি আরও জানান, এ সময় মোটরসাইকেলে থাকা আমার ভাইয়ের কর্মীরা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দিন মাতুব্বরের লোকজনকে ইট মারার কারণ জিজ্ঞেস করে। এক পর্যায়ে নৌকা ও আনারস প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

নজরুল ইসলাম মিলন মল্লিকের অভিযোগ, এরই মধ্যে সেখানে থাকা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বর গুলি চালায়। এতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ গুলিবিদ্ধ হয়।

পরবর্তীতে নৌকা প্রতীকের নেতাকর্মীরা ফয়সাল মাহাবুব শুভকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল মাহাবুব শুভকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান সিকদারকেও খুলনায় পাঠানো হয়েছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্ল্যা আজাদ হোসেন জানান, শংকরপাশা ইউনিয়ে নির্বাচনী সহিংসতায় ফয়সাল মাহাবুব শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় দুপক্ষের মধ্যে সংর্ঘষে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

   

About

Popular Links

x