আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। ভবনটিতে একটি প্লাস্টিকের গুদাম ছিল
মঙ্গলবার বিকেলে রাজধানীর চকবাজারে একটি ভবনে আগুন লাগে। ছবি: সংগৃহীত
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০৮:১৬ পিএমআপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৮:১৬ পিএম
রাজধানীর চকবাজারে মিটফোর্ড হাসপাতালের পাশের এসকে টাওয়ার নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। ভবনটিতে একটি প্লাস্টিকের গুদাম ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শাহজাহান শিকদার বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ছয় তলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ভবনটির ভেতর প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানা যায়নি।
চকবাজারে বহুতল ভবনে আগুন
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। ভবনটিতে একটি প্লাস্টিকের গুদাম ছিল
রাজধানীর চকবাজারে মিটফোর্ড হাসপাতালের পাশের এসকে টাওয়ার নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। ভবনটিতে একটি প্লাস্টিকের গুদাম ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।
অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শাহজাহান শিকদার বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ছয় তলা ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ভবনটির ভেতর প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কেও কিছু জানা যায়নি।