Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

ঘটনাস্থলেই দুইজন মৃত্যু হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৫:৪৪ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- অটোরিকশা চালক রামপুর গ্রামের আব্দুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), মিনা বেগম (৪৫), সোহরাব উদ্দিন (৫০), ও সালাম নূর (৩৫)।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, “ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।”

তিনি আরও বলেন, “ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

   

About

Popular Links

x