Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাংলালিংকের বিরুদ্ধে জেমস ও মাইলসের মামলা

মামলার আসামিদের আগামী ৩০ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৫:০০ পিএম

টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে অনুমতি ছাড়াই  বিভিন্ন জনপ্রিয় গান ব্যবহারের অভিযোগে মামলা করেছেন বাংলা ব্যান্ড সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি ফারুক মাহফুজ আনাম জেমস। 

বুধবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এ মামলা দায়ের করেন তিনি। একইদিন, মোবাইল টেলিকম অপারেটর বাংলালিংকের ৫ জনের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের সদস্যরাও।

পরে জেমস ও মাইলসের মামলা আমলে নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে বাংলালিংকের কর্মকর্তাদের হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। 

উভয় মামলার আসামিরা হলেন, বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক আ্যাস, চিফ কমপ্লেন অফিসার এম নূরুল আলম, চিপ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাশিয়া, চিফ করপোরেট রেগুলার অফিসার তৈয়মুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) অনিক ধার।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় অনুমতি ছাড়া নগরবাউল জেমসের ছয়টি গান ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বাংলালিংকের বিরুদ্ধে। আর ব্যান্ড দল মাইলসের দুটি গান অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ আনা হয়েছে বাংলালিংকের বিরুদ্ধে। 

এরআগে, গত ১৯ সেপ্টেম্বর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে যান জেমস। তবে সে সময় মামলা নিতে অস্বীকৃতি জানায় আদালত। একইসঙ্গে গুলশান থানায় যাওয়ারও পরামর্শ দেন আদালত। তবে পুলিশ এ মামলা নিতে অস্বীকৃতি জানালে বুধবার আবারও আদালতে যান তিনি।

.

About

Popular Links