Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৬ জন

নভেম্বর মাসে রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫৮৬ জন

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮:৪০ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৪১ জনে। যার মধ্যে নভেম্বর মাসে রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫৮৬ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত মারা গেছেন ৯৬ জন। যার মধ্যে নভেম্বর মাসে মারা গেছেন ৫ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৩৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ জন। 

নতুন ১৭৬ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬২ জনে।

ঢাকার ৪৫টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩৯ জন।

   

About

Popular Links

x