Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

নিখোঁজের এক সপ্তাহ পর ‘বাজারের ব্যাগে’ মিলল শিশুর লাশ

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটেছে

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ০৪:০০ পিএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর ঝোপ থেকে উদ্ধার হওয়া একটি বাজারের ব্যাগে ৫ বছর বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে।

রবিবার (১৪ নভেম্বর) জেলার দেবিদ্বার উপজেলায় এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামে বাজারের ব্যাগ থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

৫ বছর বয়সী শিশু ফাহিমা দেবিদ্বার পৌরসভার চম্পকনগর এলাকার আমীর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, কাচিসাইর গ্রামের নজরুল মাস্টারের বাড়ির পাশে একটি ঝোপে ব্যাগে লাশটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ লাশটি ব্যাগবন্দি অবস্থায় একটি ঝোপের ভেতর থেকে উদ্ধার করেছে। মরদেহ উদ্ধার হওয়া ৫ বছরের শিশুটি গত এক সপ্তাহ থেকে নিখোঁজ ছিল। 


About

Popular Links