Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

পরীমণি ও ২ সহযোগীর বিরুদ্ধে মাদক মামলার চার্জশিট গ্রহণ

মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর ধার্য করেছে আদালত

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০১:৪৭ পিএম

আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার চার্জশিট গ্রহণ করে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। 

সোমবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেয়।

একই মামলার অপর দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।  

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন তিনি।

গত ২৬ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরীমণিসহ তিন আসামির বিরুদ্ধে মামলার চার্জশিট গ্রহণের দিন ধার্য থাকলেও সেদিন তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম তাদের জামিন মঞ্জুর করেন এবং অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য ১৫ নভেম্বর দিনটি ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক।

গত ৪ অক্টোবর পরীমণি ও তার দুই সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরদিন তাকে বনানী থানায় দায়ের করা মাদক নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি করা হয়।

এ মামলায় পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মোট ৭ দিনের তিন দফা রিমান্ড পেয়েছিল। রিমান্ডের মেয়াদ শেষ হলে গত ২১ আগস্ট  তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

অবশেষে ৩১ আগস্ট ৫০ হাজার টাকার মুচলেকায় জামিন পাওয়ার পরদিন কারাগার থেকে মুক্তি পান পরীমণি।

ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করে গত ১৪ জুন দুপুরে সাভার থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি।

পুলিশ হেফাজতে তার তিন দফা রিমান্ডেকে "ক্ষমতার অপব্যবহার" হিসেবে উল্লেখ করে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট।

   

About

Popular Links

x