Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

আবারও পেছালো মডেল তিন্নি হত্যার রায়

এর আগে, গত ২৬ অক্টোবর একই আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০৪:৩১ পিএম

মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায়ের তারিখ আবারও পিছিয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক কেশব রায় চৌধুরী এ আদেশ দেন। 

তিন্নির বাবা ও চাচার সাক্ষ্যগ্রহণ না হওয়ায় রাষ্ট্রপক্ষের পুনরায় আবেদনের প্রেক্ষিতে এ রায় ঘোষণার তারিখ আবারও পেছানো হলো।  সহকারী কৌঁসুলী ভোলানাথ দত্ত এ বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৬ অক্টোবর একই আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। ওই দিন রায় ঘোষণা না করে ১৫ নভেম্বর নতুন দিন ধার্য করেন বিচারক।


   

About

Popular Links

x