Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১৯৯, শনাক্তের হার ১.১৬%

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ০৫:১৯ পিএম

দীর্ঘ ১৯ মাস পর করোনাভাইরাসে প্রথম মৃত্যুহীন দিন পার করার ২৪ ঘণ্টা পরই আবার ভাইরাসটিতে এক দিনে দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৫৩ জনে। 

গত ১৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরা শনাক্ত হয়েছে ১৯৯ জনের দেহে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে।

রবিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৩৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১.১৬%।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী। এর মধ্যে ঢাকায় ৫, চট্টগ্রামে ১ ও খুলনায়  ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

About

Popular Links