Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সোমবার বিকেল তিনটার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী হিমাচল এক্সপ্রেসের একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৪:৪০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ইউনিয়নে রাশেদিয়া মাদ্রাসার সামনে সোনামুড়িতে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছে। সিএনজিচালিত অটোরিকশার সাথে নোয়াখালীগামী হিমাচল এক্সপ্রেসের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় সিএনজিচালকসহ চারজন নিহত এবং দুইজন আহত হয়েছে। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আল মোল্লা জানান, আজ সোমবার বিকেল তিনটার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী হিমাচল এক্সপ্রেসের একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে। তবে বাসটির চালককে থাকায় আটক করা গেলেও বাসের হেল্পার পালিয়ে গেছে বলে জানা গেছে।

নিহতের নাম, পরিচয় এখনো জানা যায়নি। এদিকে আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে গুরুতর আহত অবস্থায়  একজনকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।


   

About

Popular Links

x