Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে প্রেসক্লাবে যুবদলের বিক্ষোভ

বুধবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৩:৩৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ করছে যুবদল।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

এ সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। এ সময় প্রচুর  আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। তারই অংশ হিসেবে প্রথমদিনের মতো যুবদলের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।


About

Popular Links