Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

দুদক : ৪০ শতাংশ সরকারি চিকিৎসক থাকেন না কর্মস্থলে

মুনীর চৌধুরী বলেন, যেকোনো সময় আকস্মিকভাবে এ ধরনের অভিযান চালানো হবে। হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধ করতে ভবিষ্যতে এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন তিনি।

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০৮:০৫ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে ৪০ শতাংশ চিকিৎসককে তাদের কর্মস্থলে পাওয়া যায়নি।

আজ সোমবার এক সঙ্গে ১০ জেলায় দুদকের চালানো বিশেষ অভিযানে এ চিত্র পাওয়া গেছে। হাসপাতালগুলোতে আকস্মিক অভিযানের পর সাংবাদিকদের ব্রিফ করে কমিশন।

দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘দুদক জেলা পর্যায়ের ১০টি হাসপাতালে অভিযান চালিয়েছে। অভিযানকালে ২৩২ জন চিকিৎসকের মধ্যে ৯২ জন তাদের কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন। যার মানে হচ্ছে ৪০ শতাংশ চিকিৎসক তাদের দায়িত্ব পালনকালে কর্মক্ষেত্রের বাইরে ছিলেন।’

মুনীর চৌধুরী আরও বলেন, যেকোনো সময় আকস্মিকভাবে এ ধরনের অভিযান চালানো হবে। হাসপাতালগুলোতে অনিয়ম বন্ধ করতে ভবিষ্যতে এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন তিনি।

About

Popular Links