ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তারা ভাসমান অবস্থায় আট দিন সমুদ্রে অবস্থান করে
পিম্পল বড়ুয়া, চট্টগ্রাম
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৯:৩০ পিএমআপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯:৩০ পিএম
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আট দিন ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।
শুক্রবার (২৬ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান “এফভি মরিয়ম” নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।
গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার জন্য সাগরে যায়। পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তারা ভাসমান অবস্থায় আট দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান বোটে থাকা জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। রবিবার তাদের চট্টগ্রামে বোটের মালিকের ছেলের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার ১৪ জেলে হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার। তারা মহেশখালি এলাকার বাসিন্দা।
৮ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকার পর ১৪ জেলেকে উদ্ধার
ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তারা ভাসমান অবস্থায় আট দিন সমুদ্রে অবস্থান করে
ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে আট দিন ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।
শুক্রবার (২৬ নভেম্বর) নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান “এফভি মরিয়ম” নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।
গত ১৬ নভেম্বর ১৪ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরার জন্য সাগরে যায়। পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় তারা ভাসমান অবস্থায় আট দিন সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান বোটে থাকা জেলেদের উদ্ধার করে। জাহাজের নৌসদস্যরা উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে। রবিবার তাদের চট্টগ্রামে বোটের মালিকের ছেলের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার ১৪ জেলে হলেন- মনির আহমেদ (মাঝি), নবাব মিয়া (নৌকার মালিকের ছেলে), সাইফুদ্দিন, সালামুতুল্লাহ, কাসেম, শাহাদৎ হোসেন, সালাউদ্দিন, আব্দুর রহিম, করিম, রবি আলম, রাসেল, আনসার, সেলিম এবং জব্বার। তারা মহেশখালি এলাকার বাসিন্দা।