Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংক কর্মচারীর মৃত্যু

হেঁটে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রাজশাহী থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের নিচে পড়ে যান তিনি

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৭:৩৩ পিএম

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে গ্রামীণ ব্যাংকের এক নারী কর্মী নিহত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ডলি পারভীন (২৮) গ্রামীণ ব্যাংকের পবা উপজেলার হড়গ্রাম শাখার ঋণ বিভাগে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে স্বামী আবদুস সবুরের সঙ্গে রাজশাহীতে থাকতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল পৌনে ৮টার দিকে গ্রামীণ ব্যাংক সমিতির সদস্যদের কাছ থেকে টাকা তুলতে মোটরসাইকেলে স্বামী আবদুস সবুরের সঙ্গে বের হন ডলি।

পরে, নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেলক্রসিং এলাকায় ট্রেন আসার সময় হলে আবদুস সবুর মোটরসাইকেল থামান। এ সময় ডলি হেঁটে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রাজশাহী থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনের নিচে পড়ে যান।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি রকিব-উল-হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে ডলি পারভীন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

   

About

Popular Links

x