Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঘুমন্ত স্বামীকে করাত দিয়ে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৩:৫৩ পিএম

ঘুমন্ত স্বামীকে করাত দিয়ে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দেওয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সনাতন মজুমদার প্রকাশ সনক (৪৫)। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের অনু মিকার বাড়ির ভবরঞ্জনের ছেলে।

জোরারগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে স্ত্রী লাকী মজুমদারকে (৩০) আটক করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সনকের গলাকাটা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইফতেখার উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে রাতে ঘুমন্ত স্বামীকে প্রথমে কাঠ দিয়ে মাথায় আঘাত করে এবং পরে করাত দিয়ে জবাই করে হত্যা করেছেন অভিযুক্ত লাকী। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

   

About

Popular Links

x