Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যামামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড

এছাড়া মোট ৫৭ আসামির ভেতর ১৯ জনকে যাবজ্জীবন এবং বাকি ২৫ জনকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৩:০৭ পিএম

ঢাকার সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যামামলায় প্রধান আসামি মালেকসহ ১৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান এ রায় ঘোষণা করেন।

এর আগে সকালে এ রায় উপলক্ষ্যে কারাগারে থাকা ৪৪ আসামিকে আদালতে হাজির করা হয়।

এ মামলার ৬০ আসামির মধ্যে ৩ জন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ৫৭ আসামির ভেতর ৩২ জনকে সাজা দিয়েছেন আদালত। এদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং  বাকি ২৫ জনকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।  

এর আগে ২২ নভেম্বর ঢাকার একটি আদালত মামলার রায় ঘোষণার জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন।

২০১১ সালের ১৭ জুলাই ভোরে সাভারের আমিনবাজারে ছয় শিক্ষার্থীকে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা । নিহতদের মধ্যে তিনজন মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন। বাকিরা, রাজধানীর তেজগাঁও কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ছিলেন।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ ২০১৩ সালের ৮ জুলাই ৬০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরপর মামলার বিচার শুরু হয়।


 

   

About

Popular Links

x