মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী কক্সবাজার জেলার ৪৫টি রুট দিয়ে দেশে ইয়াবা নিয়ে আসে মাদক ব্যবসায়ীরা
কক্সবাজারের উখিয়া উপজেলায় উদ্ধারকৃত ইয়াবাসহ রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ঢাকা ট্রিবিউন
আবদুল আজিজ, কক্সবাজার
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:২৮ পিএমআপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:২৮ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে আসা ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি দল সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার গোল্ডেবার পাহাড় এলাকায় এ অভিযান চালায়।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালালে সীমান্তরক্ষীরাও পাল্টা জবাব দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি জানান, চোরাকারবারীদের আটক করা না গেলেও তারা পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে গেছে। সেটি তল্লাশি করে ৩ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী কক্সবাজার জেলার ৪৫টি রুট দিয়ে সাধারণত দেশে ইয়াবা আসে।
বর্তমানে রাখাইন রাজ্যে মাদক পাচার একটি সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। পাহাড়ি ভূমি এবং দুই সীমান্তের মাঝে তেমন কোনো বাধা না থাকায় এই অঞ্চলে অবৈধ মাদক ব্যবসা বিকাশ লাভ করেছে।
কক্সবাজারে তিন লাখ ইয়াবা উদ্ধার করলো বিজিবি
মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী কক্সবাজার জেলার ৪৫টি রুট দিয়ে দেশে ইয়াবা নিয়ে আসে মাদক ব্যবসায়ীরা
কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে আসা ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি দল সোমবার মধ্যরাতে উখিয়া উপজেলার গোল্ডেবার পাহাড় এলাকায় এ অভিযান চালায়।
এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালালে সীমান্তরক্ষীরাও পাল্টা জবাব দেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি জানান, চোরাকারবারীদের আটক করা না গেলেও তারা পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে গেছে। সেটি তল্লাশি করে ৩ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী কক্সবাজার জেলার ৪৫টি রুট দিয়ে সাধারণত দেশে ইয়াবা আসে।
বর্তমানে রাখাইন রাজ্যে মাদক পাচার একটি সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। পাহাড়ি ভূমি এবং দুই সীমান্তের মাঝে তেমন কোনো বাধা না থাকায় এই অঞ্চলে অবৈধ মাদক ব্যবসা বিকাশ লাভ করেছে।