Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ

কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৪২ পিএম

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে ও দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী দুইদিন রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এ ছাড়া সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ৩১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

   

About

Popular Links

x