Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯৫ ডেঙ্গু রোগী

এ বছর প্রায় ২৭ হাজার ৮৯৩ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৭:৫২ পিএম

দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ১৫ জন ঢাকায় এবং বাকি ৮ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৯৫ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১৩০ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ৬৫ জন রোগী ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

এ বছর প্রায় ২৭ হাজার ৮৯৩ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৭ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যু হয়েছে ১০১ জনের।

   

About

Popular Links

x