Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

অর্থ আত্মসাতের দায়ে ৮ ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

২০০৩ সালে ৮ ডিসেম্বর ব্যাংকের ১০ কর্মকর্তার নামে মামলা করা হয়। এদের মধ্যে দুজন পরবর্তীতে মারা যান।

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ০৩:৩৮ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার আট কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের বিশেষ আদালত।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার সাবেক অফিসার (ক্যাশ) অমল চন্দ্র বিশ্বাস, এমএইচ সিদ্দিকুর রহমান, মো. মুনছুরুল হক, মোশাররফ হোসেন মোল্লা, গোলাম মোহাম্মদ মুন্সী ও দিলীপ কুমার মন্ডল এবং সাবেক হেড ক্যাশ কর্মকর্তা ইউসুফ আলী খন্দকার ও শওকত হোসেন মোল্লা। তাদের বিরুদ্ধে ৪৭ লাখ দুই হাজার ৬২৮ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে।

তাদের মধ্যে শওকতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামিদের আট বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান জানান, সোনালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুস সোবহান বাদী হয়ে ২০০৩ সালে ৮ ডিসেম্বর ব্যাংকের ১০ কর্মকর্তার নামে মামলা করেন। এদের মধ্যে দুজন পরবর্তীতে মারা যান।

রায় ঘোষণার সময় আসামি শওকত ছাড়া বাকিরা উপস্থিত ছিলন। রায়ের পর তাদের ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়।

   
Banner

About

Popular Links

x