Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুষ্টিয়ায় কুয়েট শিক্ষক সেলিমের লাশ উত্তোলন শুরু

ময়নাতদন্তের পর লাশটি ওই কবরেই দাফন করা হবে বলে জানা গেছে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৪:১৭ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের লাশ উত্তোলন শুরু হয়েছে।  

বুধবার (১৫ ডিসেম্বর) কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ, খুলনার খান জাহান আলী থানা পুলিশ কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সকাল সাড়ে ৯টার দিকে এ লাশ উত্তোলন শুরু হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, কুয়েট শিক্ষক সেলিমের লাশ কবর থেকে তোলার কাজ শুরু হয়েছে। কবর থেকে তোলার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর লাশটি ওই কবরেই দাফন করা হবে।

খুলনার খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, “বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ তোলার কাজ শুরু হয়।”

তিনি বলেন, “খুলনার আদালতের নির্দেশ পেয়ে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি কবর থেকে তোলার কাজ করা হয়। খুলনার আদালতের নির্দেশ পেয়ে শিক্ষক সেলিমের লাশ উত্তোলন করা হচ্ছে।”

About

Popular Links