Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘ফরিদপুর‘ নামেই বিভাগ প্রতিষ্ঠার দাবি

প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘মেঘনা’ নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নামে ফরিদপুর বিভাগ করা হবে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১০:১৬ পিএম

“পদ্মা” নয়, “ফরিদপুর” নামেই বিভাগ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে ফরিদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) শহরের কবি জসীমউদ্‌দীন হলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। 

অনুষ্ঠানে ফরিদপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার গুলজার আহমেদ খান বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন ‘মেঘনা’ নামে কুমিল্লা ও ‘পদ্মা’ নামে ফরিদপুর বিভাগ করা হবে। এই প্রস্তাবের যুক্তি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মোশতাকের সঙ্গে কুমিল্লার নাম মিশে আছে বলে কুমিল্লা নামে বিভাগ দেওয়া হবে না। কিন্তু আমরা ফরিদপুরবাসী কী দোষ করলাম?”

তিনি আরও বলেন, “আমরা ফরিদপুর নামে বিভাগ চাই। আমাদের ওপর প্রধানমন্ত্রী কোনো কারণে রাগ বা গোস্বা করে থাকলে তিনি যেন ক্ষমা করে দেন। কিন্তু ফরিদপুর নামে বিভাগ করুন। আমরা ফরিদপুর নামে বিভাগ চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

   

About

Popular Links

x