Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত

কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তারা

আপডেট : ১৩ মার্চ ২০২২, ০১:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে সরাইলের বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)। তারা সবাই ইট ভাটায় কাজ করতেন। নিহতদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান,ফজরের আজানের পর শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করার জন্য সিএনজি দিয়ে যাওয়ার সময় বৈশামুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

   

About

Popular Links

x