Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

এবার বাসের ধাক্কায় প্রাণ হারালেন চিকিৎসক

নিহত ফাহাদ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবা দিচ্ছিলেন  

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:৪৫ পিএম

বাসের ধাক্কায় এবার প্রাণ হারালেন শিক্ষানবিশ চিকিৎসক জোবাইদুল হক ফাহাদ(৩৫)।বুধবার রাত পৌনে ১০ টার দিকে সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে মোটরসাইকেলে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় এক তার মৃত্যু হয়।বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

নিহত জোবাইদুল হক ফাহাদ (৩৫) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবিরে চিকিৎসা সেবা দিচ্ছিলেন। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় থাকেন। সাতকানিয়ার হাসমতের দোকান এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে দোহাজারী হাইওয়ে পুলিশের পরিদশর্ক মিজানুর রহমান জানান।

তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘ফাহাদ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষে চট্টগ্রামে ফিরছিলেন। এসময়  মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’



   

About

Popular Links

x