Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট

আগামী ২৫ মার্চ পর্যন্ত সপ্তাহে এ রুটে দুটি ফ্লাইট চলবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও রবিবার দুটি করে ফ্লাইট চলবে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০:২৬ এএম

আবারও চালু হয়েছে সিলেট থেকে সরাসরি ম্যানচেস্টারে ফ্লাইট । শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায়। 

এরই মধ্য দিয়ে ২১ মাস পর সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু হলো।

দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় শনিবার থেকে এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে দুদিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইটটি পরিচালিত হচ্ছে বলে জানান ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

শনিবারের ফ্লাইটে ১০৪ জন যাত্রী ম্যানচেস্টারে গেছেন। এর মধ্যে ঢাকা থেকে ২৪ জন এবং সিলেট থেকে ৮০ জন।

শিডিউল ঠিক থাকলে রবিবার (২৬ ডিসেম্বর) ম্যানচেস্টার থেকে ফিরতি ফ্লাইট বিজি২০৮ স্থানীয় সময় রাত ৮টায় ছাড়বে এবং সিলেটে পৌঁছাবে ২৭ ডিসেম্বর দুপুর ১২টায়। এক ঘণ্টা পর সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে বেলা পৌনে ২টায়।

আগামী ২৫ মার্চ পর্যন্ত সপ্তাহে এ রুটে দুটি ফ্লাইট চলবে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও রবিবার দুটি করে ফ্লাইট চলবে। 

প্রসঙ্গত, সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে বিমানের সবশেষ ফ্লাইট ছেড়ে যায় গেলো বছরের ২৯ মার্চ। এরপর উভয় দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটায় বন্ধ হয়ে যায় ফ্লাইট।

About

Popular Links