Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

শুক্রবার আগারগাঁও-মতিঝিল রুটে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ০৭:০৭ পিএম

এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিলে পরীক্ষামূলকভাবে শুক্রবার (৭ জুলাই) থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করবেন।

আগারগাঁও-মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল সফল হলে শুরু হবে ট্রায়াল। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে। সেগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল। এরমধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল স্টেশন চালু হতে পারে।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা হতে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এই রুটে সবার জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা এবং এমআরটি পাসধারী যাত্রীদের জন্য রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

   

About

Popular Links

x