Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

বেইজমেন্টে এডিস মশার লার্ভা, জাপান গার্ডেন সিটিকে পাঁচ লাখ টাকা জরিমানা

মেয়র আতিক তিনটি ভবনের প্রতিটিতেই গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা দেখতে পান

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০২:৫২ পিএম

এডিসের লার্ভা পাওয়ায় মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ হাউজিংয়ের কয়েকটি অ্যাপার্টমেন্টের বেইজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় এ টাকা জরিমানা করে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ জুলাই) সকালে কয়েকশ ফ্ল্যাটের ওই আবাসিক এলাকায় আকস্মিক পরিদর্শনে যান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

এ সময় মেয়র আতিক তিনটি ভবনের বেইজমেন্টে গিয়ে প্রতিটিতেই গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এডিস মশার অসংখ্য লার্ভা দেখতে পান। তখন জীবন্ত মশাও সেখানে ওড়াউড়ি করছিল। মেয়র জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট ওনার্স কল্যাণ সমিতির প্রতিনিধিদের কাছে জানতে চান, “এখানে এত মশা কীভাবে এল?”

এডিস মশার লার্ভা পরীক্ষা করছেন মেয়র আতিকুল ইসলাম/ সংগৃহীত

সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান বলেন, “আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন কখনও এখানে মশা মারতে আসে না।” নিয়মিত পরিষ্কার করলে মশার লার্ভা কীভাবে জমল- মেয়রের এই প্রশ্নের কোনো উত্তর দেননি শহীদুর রহমান।

তখন আতিকুল ইসলাম বলেন, “ভবনের ভেতরে জমে থাকা পানি সিটি কর্পোরেশন পরিষ্কার করবে না। এসব ভবনে আমাদের কর্মীরা ঢুকতে পারে না। শুধু এই এলাকা না ঢাকার অনেক বোতল ভবনে, বাড়িতে আমাদের কর্মীদের ঢুকতে বাধা দেওয়া হয়।”

পাঁচ লাখ টাকা জরিমানার বিষয়ে ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বলেন, “এখানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কল্যাণ সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে তিন মাসের কারাদণ্ড হবে।”

About

Popular Links