ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মাসুম খানের ছেলে শাকিল খান (১৯) এবং পাবনার সুজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম। তিনি অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। এ বিষয়ে শিমরাইল ক্যাম্পের টিআই বিস্তারিত বলতে পারবেন।”
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, “দুইজন মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তায় পড়ে যান। এ সসময় অজ্ঞাত একটি যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”