Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বেড়েছে ছিনতাই, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার

নগরবাসীর যাতায়াত, নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই রোধে এ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৮:০৯ পিএম

রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়াঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। নগরবাসীর যাতায়াত, নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই রোধে এ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এসব তথ্য জানান। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ঈদ পরবর্তী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ঈদের ছুটি শেষে ঢাকামুখী পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই রোধে সায়দাবাদ বাস টার্মিনাল, ডেমরা, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, শ্যামপুর, ওয়ারী, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়াঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে দুই শিফটে বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত টহল দেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x