কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরকাটিহার গ্রামে কনের বাড়ি। বরের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। বউ আনতে হেলিকপ্টারে তিনজন বরযাত্রী নিয়ে রওনা দেন বর। কিন্তু কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি চরকাটিহারের পরিবর্তে ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের পৌর এলাকার ৩৪ নম্বর ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবতরণ করে হেলিকপ্টারটি। মুহূর্তেই হেলিকপ্টারটি দেখতে ভিড় করেন আশপাশের হাজারো গ্রামবাসী।
সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করে কনের বাড়ির উদ্দেশে রওনা করে হেলিকপ্টারটি। হোসেনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল মিজবাহ উদ্দীন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ।
ধূলজুরী গ্রামের বাসিন্দা মো. রিটন মিয়া বলেন, “হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী।”