Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু

নাজিয়া সুলতানা বিসিএস ৩০তম ব্যাচের কর্মকর্তা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৩:৪১ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ডব্লিউটিও উইং) 

এস এম নাজিয়া সুলতানা মারা গেছেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত দুই দিন আগে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বিসিএস ৩০তম ব্যাচের এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, “তিনি আমার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।”


সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ তার শোকবার্তায় বলেন, “নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

About

Popular Links