Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফেসবুকে ছয় বছরের প্রেম, কনস্টেবলকে পেতে পেরুর তরুণী নোয়াখালীতে

২০১৭ সালে ফেসবুকে পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডোর সঙ্গে পরিচয় হয় নোয়াখালীর চাটখিলের তরুণ আরমান হোসেনের

আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম

২০১৭ সালে ফেসবুকে পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডোর (৩৩) সঙ্গে পরিচয় হয় নোয়াখালীর চাটখিলের তরুণ আরমান হোসেনের। পরে তারা প্রেমের সম্পর্কে জড়ান। ছয় বছরের প্রেমের সম্পর্কের পরিণতি গড়িয়েছে বিয়েতে।

ভালোবাসাকে পূর্ণতা দিতে গত ২ জুলাই বাংলাদেশে আসেন কারাঞ্জা সাওসিডোর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান আরমান। এদিনই তারা বিয়ে করেন।

আরমান ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত আছেন। বিদেশি স্ত্রীর সঙ্গে কিছু দিন ঢাকায় অবস্থানের পর গতকাল বৃহস্পতিবার তিনি নিজ এলাকায় ফেরেন। সেখানে নববধূকে দেখতে ছুটে আসছেন আশপাশের মানুষ। 

আরমান হোসেন বলেন, “মোবাইল ফোনে পরিচয় এবং এতেই বন্ধুত্ব। ছয় বছর আমাদের ফোনে কথা হয়েছে। তাকে কখনো সরাসরি দেখার সুযোগ হয়নি। আমরা দুজন মিলেই বিয়ের সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী বাংলাদেশ এলে বিয়ে করি। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।”

সাওসিডোর বলেন, “আমি নিজ ইচ্ছায় আমাদের ভালোবাসার সম্পর্ককে টিকিয়ে রাখতেই আরমানের কাছে ছুটে এসেছি। আমরা যেন সুখি হতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই।”

   

About

Popular Links

x