বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে জেলেমা খাতুন (৬৫) ও রোকসানা খাতুন (৩০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রূপীহার নুনদহ এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জেলেমা খাতুন লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাস গ্রামের বাসিন্দা; রোকসানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বারই এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল ছেড়ে আসা রংপুরগামী গোল্ডেন লাইনের একটি বাস শুক্রবার রাত আড়াইটার দিকে রূপীহার নূনদহ এলাকায় পৌঁছে। এ সময় অজ্ঞাত যানবাহনকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা খেয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জেলেমা খাতুনের মৃত্যু হয়।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ আশপাশের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। শনিবার সকালে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকসানা খাতুনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, “বাস খাদে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কুন্দারহাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।”