Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

ট্রাক চাপা পড়ে মৃত্যু, স্কুল থেকে বাড়ি ফেরা হলো না ভাইবোনের

 দুপুরে স্কুল ছুটির পর দুই ছেলেমেয়েকে বাড়ি পৌঁছে দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৪:০৮ পিএম

রাজধানীর কেরানীগঞ্জে দুপুরে স্কুল ছুটির পর  ফেরার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই ভাইবোনের। এসময়  গুরুতর আহত হন তাদের বাবা ডালিমও। সোমবার ( ২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউএনবি।

নিহতরা হলো- মো. ডালিমের মেয়ে আফিফা আক্তার আফরিন (৯) ও ছেলে আফসার আহমেদ (৬)।  আফরিন হাসনাবাদ কসমোপলিটান স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। আফসার একই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছেলেমেয়েকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে মোল্লারপুল এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইবোন মারা যায়। তাদের বাবা ডালিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x