Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

দাম নিয়ে কথা কাটাকাটি, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

রোববার তার সঙ্গে পণ্যের দাম নিয়ে স্থানীয় এক কৃষ্ণাঙ্গের কথা কাটাকাটি হয়

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ০৪:৩৯ পিএম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে শাহপরান (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) এ ঘটনা ঘটে।

নিহত শাহপরাণ ফেনী শহরের ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম চাড়িপুর ফাতেমা ভুঁইয়া বাড়ির এয়ার আহমদ ভুঁইয়া ও ফাতেমা বেগমের ছেলে। 

তিনি দক্ষিণ আফ্রিকার জুলু নাটাল প্রদেশের পিটা মেরিজবার্গ শহরে বসবাস করতেন। 

এয়ার আহমদ ঢাকা ট্রিবিউনকে বলেন, দক্ষিণ আফ্রিকার পিটা মেরিজবার্গ শহরে একটি সুপার মার্কেটে বিক্রয়কর্মী হিসাবে কাজ করতেন শাহপরান। রোববার তার সঙ্গে পণ্যের দাম নিয়ে স্থানীয় এক কৃষ্ণাঙ্গের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত দোকানে গিয়ে তার শার্টের কলার ধরে ছুরিকাঘাত করে। এর পর পরই শাহপরানের মৃত্যু হয়।

   

About

Popular Links

x