গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য ঢাকার বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (৩ আগস্ট) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে- শ্যামলী, আদাবর, শেখেরটেক, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাত মসজিদ রোডের পশ্চিম পাশ, হাজারীবাগ ও রায়েরবাজার। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।