Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন

পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০১:০২ পিএম

সাবেক সংসদ সদস্য, শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী অধ্যাপক পান্না কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার মেয়ে শমী কায়সার মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।

পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পান্না কায়সারের জন্ম ১৯৫০ সালের ২৫ মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করা এই শহীদজায়া শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে।

১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস ও শিশু সাহিত্য রচনা করেছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য তাকে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।

পান্না কায়সার শিশু-কিশোর সংগঠন “খেলাঘর”র সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন।

About

Popular Links