Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় সাংবাদিকসহ নিহত ৩

শুক্রবার ভোরে গাজীপুর সিটির কোনাবাড়ী বাইপাইল ও সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়ায় এসব দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৩:৫৯ পিএম

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (৪ আগস্ট) ভোরে গাজীপুর সিটির কোনাবাড়ী বাইপাইল ও সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়ায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- জেলার কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের বাসিন্দা ও গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন (৫০), নীলফামারী সদর উপজেলার দারোয়ানী গ্রামের শাহ আলম (৩০) এবং জুয়েল রানা (৩০)।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফুল কবির জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে সাংবাদিক মিলন তার গ্রামের বাড়ি কাপাসিয়ার দিকে  যাচ্ছিলেন। তিনি কোটবাজালিয়া এলাকায় পৌঁছালে বালুভর্তি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ হোসেন জানান, শুক্রবার ভোরে কিশোরগঞ্জের হাওড়ের উদ্দেশে মাইক্রোবাসে করে ১০ জন রওনা করেন। মাইক্রোবাসটি কোনাবাড়ীর বাইমাইল (সাইনবোর্ড) এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই শাহ আলমমের মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান জুয়েল রানা।

এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান দুই পুলিশ কর্মকর্তা।

   

About

Popular Links

x