Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, হাসপাতালে ভর্তি ১,৭৫৭

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ১,৭৫৭ জনের মধ্যে ৮৯২ জন ঢাকার

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৪০ পিএম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১,৭৫৭ রোগী; এই সময়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এর মধ্যে ঢাকাতে আটজন এবং ঢাকার বাইরে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৩। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল ২০২২ সালে।

ডেঙ্গু ব্যানার

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া ১,৭৫৭ জনের মধ্যে ৮৯২ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৮৬৫ জন।

চলতি বছর সারা দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৬১,৪৭৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৩,৪৫৪ জন ও ঢাকার বাইরে ২৮,০১৯ জন। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০৪ রোগী মারা গেছেন গত জুলাইয়ে। চলতি মাসের এই তিন দিনে ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন।

About

Popular Links