টাঙ্গাইলের কালিহাতীতে অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের বীর বাসিন্দা গ্রামের বাসিন্দা জাকির (২৮) এবং আসাদুজ্জামান (২০)।
শনিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মোটরসাইকেলটি কালিহাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল একটি প্রাইভেটকার। পথিমধ্যে কামার্থী এলাকায় মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জাকির হোসেনের মৃত্যু হয়। আহত আসাদুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে আসাদুজ্জামানও মারা যান।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, “মোটরসাইকেল ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”