Friday, June 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুন্সিগঞ্জে ৪৬ যাত্রী নিয়ে ট্রলারডুবি, আট মরদেহ উদ্ধার

শনিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৯:১২ এএম

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ইছামতি নদীতে ৪৬ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কায়েস আহমেদ জানান, শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা আটজনের মরদেহ উদ্ধার করেছি। তাদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মরদেহ নদীর তীরে রয়েছে।”

তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুইজন নারী, তিনজন শিশু ও একজন পুরুষ।

এদিকে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন। ঢাকা থেকে একটি ডুবুরি দল চলমান উদ্ধার অভিযানে সহায়তার জন্য যাচ্ছে।

বালুবাহী বাল্কহেডের সাথে সংঘর্ষে ট্রলারটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব বলেন, “পুলিশ এখনও হতাহত ও নিখোঁজদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি।”

তিনি বলেন, “আমাদের দল ঘটনাস্থলে যাচ্ছে। তদন্তের পর আরও তথ্য জানানো হবে।”

   

About

Popular Links

x